মালদা

কাজ থেকে বাড়ি ফেরার পথে লড়ির ধাক্কায় মৃত্যু হল এক ব্যাক্তির

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যাক্তির।ঘটনাটি ঘটেছে বুধবার রাতে পুরাতন মালদার নারায়নপুর সিল্ক ফ্যাক্টরি সংলগ্ন এলাকায়।জানা যায় মৃত ব্যাক্তির নাম মুকুল রাজবংশী(৪০)বাড়ি মঙ্গলবাড়ি অঞ্চলের কামাঞ্চ গ্রামে। এদিন আটমাইল বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনার কবলে পরে সেই ব্যাক্তি। বাড়ি ফেরার পথে পুরাতন মালদার নারায়নপুর সিল্ক ফ্যাক্টরি এলাকায় গাজোল থেকে মালদাগামী একটি ১০ চাকার লড়ি তাকে পেছন থেকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যাক্তির।লড়ির ধাক্কায় দুমড়ে মোচড়ে যায় মোটরবাইকটি। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। ঘাতক লড়িটিকে আটক করেছে পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।